চট্টগ্রামের বাঁশখালীতে জমির বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলার উত্তর জলদী রুদ্রপাড়ায় শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ৬৭ বছর বয়সী কৃষ্ণমোহন রুদ্রের বাড়ি সেখানেই।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন তথ্যগুলো নিশ্চিত করেছেন।
কৃষ্ণমোহনের ছেলে অঞ্জন রুদ্র বলেন, ‘সকালে আমাদের জমিতে ঘাস কাটতে আসেন প্রতিবেশী মো. আশেক। এতে বাধা দেন আমার বাবা। এ কারণে আশেকের বাবা ইউসুফ ও তার পরিবারের সদস্যরা তেড়ে আসে। আমার বাবাকে একা পেয়ে তাকে লাঠি দিয়ে পিটিয়ে, গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।’
ওসি কামাল বলেন, ‘নিহত কৃষ্ণমোহন রুদ্রের পরিবারের সঙ্গে প্রতিবেশী ইউসুফের পরিবারের জায়গা-জমির বিরোধ অনেক দিনের। ওই জমিতে ঘাস কাটা নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। এরপর কৃষ্ণমোহন খুন হয়েছে বলে দাবি করে তার পরিবার। এই অভিযোগে ইউসুফকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।