বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোবাইল চোর সন্দেহে যুবককে ‘পিটিয়ে হত্যা’

  •    
  • ১৭ জুন, ২০২২ ১৬:১৫

নিহতের আত্মীয় জুবায়ের বলেন, ‘মোবাইল চুরির অভিযোগ তুলে ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় ভবনটির শ্রমিক এবং স্থানীয় লোকজন রাকিবকে মারধর করে।’

রাজধানীর ডেমরায় মোবাইল চোর সন্দেহে মো. রাকিব মিয়া নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

ডেমরার বাদশা মিয়া রোড এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত বলে জানান।

নিহতের আত্মীয় জুবায়ের বলেন, ‘মোবাইল চুরির অভিযোগ তুলে ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় ভবনটির শ্রমিক এবং স্থানীয় লোকজন রাকিবকে মারধর করে। ইট দিয়ে আঘাত করলে ৩৫ বছর বয়সী রাকিব আহত হন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।’

তিনি জানান, রাকিবের গ্রামের বাড়ি দিনাজপুর। বর্তমানে তিনি ডেমরার পাইটি এলাকায় থাকতেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘ডেমরা এলাকা থেকে মোবাইল চোর সন্দেহে পিটুনি দিয়ে ঢাকা মেডিক্যালে আনার পর চিকিৎসক তাকে মৃত বলে জানান। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় শাহিন ও নাজমুল নামের দুজনকে ডেমরা পুলিশ আটক করেছে।’

এ বিভাগের আরো খবর