সিলেটের পর সুনামগঞ্জের বন্যাদুর্গতদের সহায়তায়ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মুহাম্মদ মোশাররফ হোসেন শুক্রবার বেলা আড়াইটার দিকে নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সেনাবাহিনীর দলটি এরই মধ্যে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হয়েছে। জেলার ছাতক, দোয়ারাবাজার, সদরসহ বন্যাদুর্গত অঞ্চলগুলোতে মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেবেন সেনাসদস্যরা।
বন্যা পরিস্থিতির অবনতি
নদনদীর পানি বেড়ে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যার পানি ঢুকে পড়েছে সদরসহ জেলার প্রায় সব প্রান্তের ঘরবাড়িতে।
বন্যায় নিত্যপ্রয়োজনীয় সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার বাসিন্দারা। শহরসহ জেলার বিভিন্ন প্রান্তে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে জেলা শহর বিদ্যুৎবিচ্ছিন্ন।
দুর্ভোগে মাত্রা যোগ করেছে মোবাইল ফোনের নেটওয়ার্কহীনতা। জেলা শহরে বৃহস্পতিবার গভীর রাত থেকে নিরবচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না।
বানভাসীদের মধ্যে যারা বাড়িতে আছেন, তারা শুকনো খাবার খেয়ে কাটাচ্ছেন। অন্যদিকে যাদের বাড়িতে থাকার মতো অবস্থা নেই, তারা মরিয়া আশ্রয়কেন্দ্রগুলোর দিকে যেতে।
কী বলছে পানি উন্নয়ন বোর্ড
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম নিউজবাংলাকে জানান, জেলার ৮০ শতাংশ অঞ্চল পানিতে ডুবে গেছে। শহরের প্রায় সব বাসাবাড়িতে পানি ঢুকেছে।
তিনি জানান, শুক্রবার সকালে সুরমা পয়েন্টে বন্যার পানি বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পাউবোর এ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার পানির স্তর ছিল ৮.২৪, যা শুক্রবার বেড়ে হয় ৮.৮৫।
জেলা প্লাবিত হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ভারতের মেঘালয়ে আকস্মিক ভারী বর্ষণের কারণে সুনামগঞ্জ জেলা প্লাবিত হয়েছে।
সিলেট পরিস্থিতি
উজান থেকে নেমে আসা ঢলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সিলেটে। এমন বাস্তবতায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
- আরও পড়ুন: সিলেটে বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী
এতে বলা হয়, অসামরিক প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সিলেটে বন্যা নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ জানান, সিলেট জেলা সদরসহ ১০টি উপজেলায় ঢুকেছে বন্যার পানি। শুক্রবার বেলা ১১টার দিকে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে বন্যার পানি বিপৎসীমার ১০৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার বিপৎসীমার ৯৫ সেন্টিমিটার ওপরে ছিল পানি।