বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সৌদিতে বাংলাদেশি আরেক হজযাত্রীর মৃত্যু

  •    
  • ১৭ জুন, ২০২২ ১০:৫২

বৃহস্পতিবার মারা যাওয়া ব্যক্তি নুরুল আমিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তার মৃত্যুর মধ্য দিয়ে এবারের হজে দুই বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার মারা যাওয়া ব্যক্তি নুরুল আমিনের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তার পাসপোর্ট নম্বর ‘EF0758006’।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত পোর্টালে এ তথ্য পাওয়া গেছে।

নুরুল আমিনের মৃত্যুর মধ্য দিয়ে এবারের হজে দুই বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

এর আগে গত শনিবার মো. জাহাঙ্গীর কবির মারা যান। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের মিস্ত্রিপাড়ায়।

চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ হতে পারে ৮ জুলাই। স্বাভাবিক সময়ে প্রতি বছর বিশ্বের ২০ থেকে ২৫ লাখ মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পেলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত দুই বছর সৌদি আরবের বাইরের কেউ হজ করার সুযোগ পাননি।

পরিস্থিতির উন্নতি হওয়ায় সৌদি সরকার এবার সারা বিশ্বের ১০ লাখ মানুষকে হজ পালনের অনুমতি দিয়েছে। বাংলাদেশ থেকে এ বছর সাড়ে ৫৭ হাজার মুসল্লি হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার মুসল্লি।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বোচ্চ প্যাকেজটি হলো ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। সর্বনিম্নটি ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকার।

বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালনে জনপ্রতি ন্যূনতম খরচ ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিস অফ বাংলাদেশ।

এ বিভাগের আরো খবর