যাত্রী নামিয়ে বোর্ডিং ব্রিজের ক্যানোপি থেকে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে অল্পের জন্য দুর্ঘটনা থেকে বাঁচল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার উড়োজাহাজ।
বিমান কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিমানের ফ্লাইট বিজি-৩৪০ বৃহস্পতিবার সৌদি আরবের রিয়াদ থেকে উড্ডয়ন করে বিকেল সোয়া ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর উড়োজাহাজটি ৪ নম্বর বোর্ডিং ব্রিজে আনা হয়।
এতে বলা হয়, উড়োজাহাজ থেকে যাত্রী, ব্যাগেজ ও কার্গো অফ-লোডিং হওয়ার পর যথারীতি হ্যাঙ্গারে নেয়া হচ্ছিল। বোর্ডিং ব্রিজের ক্যানোপি বিমানের দোরগোড়ার সংযোগস্থলের সংস্পর্শ থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় ব্রিজে থাকা ঘর্ষণ প্রতিরোধক রাবারের সঙ্গে এর ধাক্কা লাগে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রকৌশলীরা তাৎক্ষণিকভাবে জানান, বোর্ডিং ব্রিজের ঘর্ষণ প্রতিরোধক রাবারটি ঠিক করা হয়েছে; বিমানের ক্ষতি হয়নি। পরবর্তী সময়ে নির্ধারিত শিডিউল অনুযায়ী বৃহস্পতিবার রাত ২টায় রিয়াদের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য উড়োজাহাজটি যথারীতি প্রস্তুত করা হয়।
ঘটনার কারণ অনুসন্ধানে বিমানের প্রধান প্রকৌশলী ও উপমহাব্যবস্থাপকের (জিএসই মেনটেইন্যান্স) সমন্বয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।