বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

হাওর ভ্রমণে ট্রলারে মোটরসাইকেল না নেয়ার পরামর্শ

  •    
  • ১৭ জুন, ২০২২ ০১:১২

‘হাওরের অলওয়েদার সড়কে ঘুরে বেড়ানোর জন্য ট্রলারে করে জীবনের ঝুঁকি নিয়ে অনেক পর্যটক মোটরসাইকেল নিয়ে যান। এতে অনেক দুর্ঘটনা ঘটে। আবার হাওরের অলওয়েদার সড়কে গিয়ে মোটরসাইকেল রেসিং করে দুর্ঘটনার শিকার হন।’

কিশোরগঞ্জের হাওরে অলওয়েদার সড়ক নির্মাণের পর থেকেই সেখানে ভ্রমণপিপাসুদের আনাগোনা বেড়েছে। প্রতিদিন হাজারও মানুষ আসেন এখানে।

জলরাশির মধ্য দিয়ে নির্মিত অলওয়েদার সড়কে মোটরসাইকেলে ঘুরে বেড়ানোর আগ্রহ থেকে শহর থেকে যাওয়ার সময় অনেকেই নৌকায় মোটরসাইকেল নিয়ে যান সেখানে। ফাঁকা সড়ক পেয়ে দ্রুত গতিতে চালানোর কারণে ঘটছে দুর্ঘটনাও।

অনেক সময় হাওরে প্রবেশ অথবা ফেরার পথে ঝড়ের কবলে পড়ে নৌকা থেকে পড়েও নিখোঁজের ঘটনাও ঘটছে। যাদের বেশিরভাগই মোটরসাইকেল আরোহী।

তাই পর্যটক ও যাত্রীসাধারণের নৌযানে ভ্রমণের সময় নিরাপত্তার স্বার্থে ট্রলার ও নৌকায় মোটরসাইকেল না নেয়ার পরামর্শ পুলিশের।

করিমগঞ্জের বালিখলা ঘাটে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত করিমগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে মাইকিং করা হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী নিউজবাংলাকে বলেন, ‘হাওরের অলওয়েদার সড়কে ঘুরে বেড়ানোর জন্য ট্রলারে করে জীবনের ঝুঁকি নিয়ে অনেক পর্যটক মোটরসাইকেল নিয়ে যান। এতে অনেক দুর্ঘটনা ঘটে। আবার হাওরের অলওয়েদার সড়কে গিয়ে মোটরসাইকেল রেসিং করে দুর্ঘটনার শিকার হন।

‘তাই হাওরে ভ্রমণের সময় ট্রলারে বা নৌযানে মোটরসাইকেল না নিয়ে যেতে প্রথমত পরামর্শ দেয়া হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আরও পদক্ষেপ নেয়া হবে।’

গত মঙ্গলবার হাওর ভ্রমণ শেষে ফেরার পথে ঝড়ের কবলে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হন কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুল্লাহ হাবির। নিখোঁজের ৩৫ ঘণ্টা পর করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের আলীরচর এলাকায় ধনু নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

মিঠামইন উপজেলার গোপদিঘী এলাকার নৌকার মাঝি ইসমাইল হোসেন বলেন, ‘বর্ষার শুরু থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন শত শত পর্যটক নৌকায় করে তাদের মোটরসাইকেল নিয়ে হাওরে যায়। অনেক সময় দেখা যায় হাওরে ঝড়-বৃষ্টির সঙ্গে ঢেউ শুরু হলে তাদের কান্নাকাটি শুরু হয়ে যায়।

‘নিজের প্রাণ বাঁচানো যখন কঠিন হয়ে যায়, তখনও অনেককে মোটরসাইকেলের চিন্তা করতে দেখা যায়। অনেক সময় এমনও হয় মোটরসাইকেল রক্ষায় অনেকের জীবন শেষ হয়ে যায়।’

করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া এলাকার নৌকার মাঝি ফাইজুল ইসলাম বলেন, ‘দূর দূরান্ত থেকে প্রতিদিন যে পরিমাণ পর্যটক আসেন, তাদের বেশির ভাগই তরুণ। হাওরের (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) অলওয়েদার সড়কে দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর উদ্দেশ্যেই তারা আসেন।

‘অনেক সময় নৌকায় বা ট্রলারে মোটরসাইকেল উঠানোর সময় দুর্ঘটনা ঘটছে। তার পরেও তাদের আগ্রহ কমে না। কয়েকদিন আগে চারটি মোটরসাইকেলে করে ৮ জন যুবক এসেছেন। মোটরসাইকেল নৌকায় উঠানোর সময় পড়ে গিয়ে হাত-পা কেটে গেছে, মোবাইল ও পানিতে পড়ে গেছে।’

এ বিভাগের আরো খবর