বরিশালে এসে শুধু সরকারি ভবনই দেখেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান। বলেন, ‘বেসরকারি শিল্পের উন্নয়ন হয়নি এখানে। এর কারণ একমাত্র যোগাযোগ ব্যবস্থা।
‘প্রধানমন্ত্রী পদ্মার এপারের মানুষের জন্য পদ্মা সেতু উপহার দিয়েছেন। এই আয়োজন থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কথা দিচ্ছি বরিশালে বেসরকারি শিল্প উন্নয়নে যা সহায়তা দরকার, তা আমি করব।’
বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে জয় বাংলা উৎসবে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দক্ষিণাঞ্চলে উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নিরলস কাজ করছেন। ১২ জেলায় হাইটেক পার্ক নির্মাণ করে দিচ্ছেন প্রযুক্তিগত উন্নয়নের জন্য। পদ্মা সেতু চালুর পর নতুন দ্বার উন্মোন হবে এই অঞ্চলে। এই উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারেও নৌকায় ভোট দিতে হবে সবাইকে। নৌকা জিতলে জিতবে বাংলাদেশ।’
বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে জয় বাংলা উৎসবে বৃহস্পতিবার সন্ধ্যায় বক্তব্য দেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: নিউজবাংলা
দ্য বরিশাল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির আয়োজনে জয় বাংলা উৎসবে আরও বক্তব্য দেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, এফবিসিসিআইয়ের পরিচালক মইনুদ্দিন আব্দুল্লাহ ও দ্য বরিশাল চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু।
বরিশালে জয় বাংলা উৎসবে প্রথমেই সঙ্গীত পরিবেশন করেন মমতাজ বেগম এমপি। এ ছাড়াও উৎসবে যোগ দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এমপি ও অভিনেত্রী মিমি চক্রবর্তী, চিত্রনায়ক ফেরদৌস, ইমন, নিরব, চিত্রনায়িকা পূর্ণিমা, বিদ্যা সিনহা সাহা মিম, সঙ্গীতশিল্পী ঐশী, চিশতী বাউল, বালাম, আনিকা, পারভেজ, লুইপা, আরেফিন রুমিসহ আরও অনেকে।