ময়মনসিংহের ত্রিশালে ঘুমের মধ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যা মামলায় স্বামী হাবিবুর রহমান বুসাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন।
দণ্ড পাওয়া ব্যক্তির নাম হাবিবুর রহমান। ৫৫ বছর বয়সী এই আসামি উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামের বাসিন্দা।
অতিরিক্ত দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ফখরুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে স্ত্রী স্বপ্না বেগমকে ঘুমের মধ্যে এলোপাতাড়ি কোপান হাবিবুর। এতে ঘটনাস্থলেই মারা যান স্বপ্না বেগম।
এ ঘটনার পরদিন মাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে রুবেল মিয়া তার বাবাকে আসামি করে থানায় মামলা করেন।
ফখরুল ইসলাম আরও বলেন, ‘তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আসামির উপস্থিতিতে এ রায় দেন বিচারক। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।’