দেশে এখন পাঁচ কোটি বেকার। ক্ষমতায় গেলে জাতীয় পার্টি তাদের সবার কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে বৃহস্পতিবার এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় হকার্স পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলনসহ দলের কেন্দ্রীয় নেতারা।
মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘মহামারি, অস্থির বৈশ্বিক অর্থনীতি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের অভাব মানুষকে দিশেহারা করে ফেলেছে। দেশে দুটি রাজনৈতিক দলের লুটপাট, চাঁদাবাজি, দলীয়তন্ত্র, দুর্নীতির বিপরীতে একমাত্র জাতীয় পার্টি জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে।
‘দেশে ক্রমাগত বেকার সমস্যা বাড়ছে। এখন দেশে পাঁচ কোটি বেকার। দুই দলের সরকার বেকারদের নিয়ে পরিকল্পনা তৈরি করতে পারেনি, তাই সমাধান আসেনি। ক্ষমতায় গেলে জাতীয় পার্টি এই পাঁচ কোটি বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে।’
আগামীতে সরকার গঠনের আশাবাদ জানিয়ে চুন্নু বলেন, ‘একমাত্র জাতীয় পার্টিরই আছে রাষ্ট্র পরিচালনার সফল অতীত। তাই মানুষ ব্যর্থ দুই দলের বিকল্প খুঁজছে। তারা জাতীয় পার্টিকে নিয়ে স্বপ্ন দেখছে।’