চট্টগ্রামে দুবাইফেরত এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকালে মাসুদ রানা নামের ওই যাত্রীর কাছ থেকে এসব জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এ কে এম সুলতান মাহমুদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের কাছে খবর আসে, এক যাত্রী দুবাই থেকে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে চট্টগ্রাম আসছেন। বিমান বাংলাদেশের বিজি-১৪৮ ফ্লাইট তল্লাশি করে আমরা মাসুদের শরীর ও বিমানের সিট থেকে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ জব্দ করি।
‘তার ব্যাগ তল্লাশি করে ৯ কেজি সিসা বার ও কয়েকটি মোবাইল জব্দ করা হয়েছে। আমরা মাসুদকে আটক করেছি। মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।’