বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাঠমিস্ত্রি হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

  •    
  • ১৬ জুন, ২০২২ ১২:২০

মামলার এজাহারে জানা যায়, সদর উপজেলার বাশিকপুরের নন্দিগ্রাম এলাকায় ২০১৪ সালের ২৬ জুলাই রাত আড়াইটার দিকে কাঠমিন্ত্রী আহসান উল্যাহকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এর আগে পোদ্দার বাজার থেকে কাঁঠাল বিক্রি করে বাড়ি ফিরছিলেন আহসান উল্যাহ। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।

লক্ষ্মীপুরের বশিকপুরে কাঠমিস্ত্রিকে কুপিয়ে ও গুলি করে হত্যা মামলায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ রায় দেন।

দণ্ডিতরা হলেন মুরাদ হোসেন, জাকির হোসেন, রিপন হোসেন, নিশান উদ্দিন, সুমন হোসেন, জামাল উদ্দিন ও আলমগীর হোসেন। তারা বশিকপুরের বাসিন্দা।

আসামিদের মধ‍্যে সুমন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। অন‍্যরা পলাতক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘২০১৪ সালের ২৬ জুলাই রাত আড়াইটার দিকে কাঠমিস্ত্রী আহসান উল্যাহকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। দীর্ঘ নয় বছর পর এই মামলার রায় দিয়েছেন আদালত। এ রায়ে খুশি বাদী ও রাষ্ট্রপক্ষ।’

এজাহারে বলা হয়, সদর উপজেলার বাশিকপুরের নন্দিগ্রাম এলাকায় ২০১৪ সালের ২৬ জুলাই রাতে কাঠমিন্ত্রী আহসান উল্যাহকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে আসামিরা।

ওইদিনই আহসান উল্যাহর ছেলে মো. আলম সদর থানায় ৬ থেকে ৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ২০১৫ সালের ২৬ জুন ৭ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ।

এ বিভাগের আরো খবর