মেহেরপুরের ইউপি চেয়ারম্যান হতে পারলেন না ভারতের নামকরা রিয়েলিটি শো বিগ বসের প্রতিযোগী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল আসিফ আজিম। হেরে গেছেন নৌকার কাছে।
তবে চেয়ারম্যান না হলেও নিজ এলাকার মানুষের সেবায় সচেষ্ট থাকবেন বলে নিউজবাংলাকে জানিয়েছেন মডেল আসিফ।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যানের পদ জিতে নিয়েছেন নৌকার প্রার্থী বোরহান উদ্দিন চুন্নু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম। ভোটের ফলে তৃতীয় নম্বরে আছেন স্বতন্ত্র প্রার্থী আসিফ আজিম; তার ডাক নাম লিটন।
ভোটের ফল প্রকাশের পর নিউজবাংলাকে তিনি বলেন, ‘আমি জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করতে চেয়েছিলাম। ভোটে হার-জিত থাকবে, আমি আজ হেরে গেছি তাতে কী হয়েছে। তার পরও আমি জনগণের সেবা করে যাব।’
তিনি অভিযোগ করেছেন, ফল ঘোষণার পর রাত সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে তার সমর্থকদের কয়েকজন লাঞ্ছিত করেছেন।
আসিফ বলেন, ‘আমার সমর্থকদের যারা ধাক্কা মেরে লাঞ্ছিত করেছেন, তাদের এমন নোংরা কাজের জন্য ঘৃণা প্রকাশ করছি।’
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলফিকার নিউজবাংলাকে জানান, ধাক্কাধাক্কির খবর পেয়ে তিনি আসিফের বাড়িতে যান। তবে সেখানে অপ্রীতিকর কোনো পরিস্থিতি দেখেননি।
আমঝুপির চেয়ারম্যান পদের জন্য আসিফ আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তা না পেয়ে আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে মাঠে নেমেছিলেন। তবে তার সেলিব্রিটি ইমেজ কাজে লাগেনি সেখানে। ভোটের যেখানে নৌকার বোরহান উদ্দিন চুন্নু পেয়েছেন ৮ হাজার ৫২ ভোট, স্বতন্ত্র শফিকুল ইসলাম পেয়েছেন ৭ হাজার ৪৬৫ ভোট, সেখানে আসিফ পেয়েছেন মাত্র ৩ হাজার ৯৪৩ ভোট।
বুধবারের ভোটে জেলার পিরোজপুর ইউনিয়ন ও বারাদি ইউনিয়নেও জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। তবে শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।