দেশে কোরবানির পশু পর্যাপ্ত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। বলেন, ‘ভারত, মিয়ানমারসহ কোনো দেশ থেকে কোরবানির পশু আমদানি করতে হবে না।’
গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি এলাকায় বুধবার দুপুরে এসিআই অ্যানিমেল জেনেটিক্স রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘কোনোভাবেই যেন কালো বাজারের মাধ্যমে কোরবানির পশু না আসতে পারে সেজন্যও যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। কারণ প্রাণি সম্পদে আমরা স্বয়ংসম্পূর্ণ।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মঞ্জুর মোহাম্মদ শাহজাদা, এসিআই অ্যাগ্রোবিজনেসের প্রেসিডেন্ট এফ এইচ আনসারী।