বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মায়ের কোলে শিশু গুলিবিদ্ধ

  •    
  • ১৫ জুন, ২০২২ ২৩:১৮

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহামুদুল হাসান জানান, সন্ধ্যার আগে শিশুসহ ৩ গুলিবিদ্ধ রোগী হাসপাতালে আসে। শিশু লামিসার তলপেট ও বুকে একাধিক জায়গায় গুলির ক্ষতের চিহ্ন আছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ইমরান বেপারীর মাথা ও মুখে গুলি লেগেছে। মা রুবিনার গুলি লেগেছে হাতে।

ফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলা ও পুলিশের গুলিতে রক্তাক্ত হয়েছে শরীয়তপুরের বিলাশপুর ইউনিয়ন পরিষদ (ইউপি)। গুলিবিদ্ধ শিশু ও তার মাসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে শিশুটির অবস্থা আশঙ্কজনক বলে জানিয়েছেন জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক।

প্রার্থীর সমর্থকদের হামলায় কয়েকজন নির্বাচনি কর্মকর্তা আহত ও ভোটের মালামাল খোয়া যাওয়ার কথা জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা।ইউপির ৮ নম্বর ওয়ার্ডের রহিম উদ্দিন মালাই মৃধা কান্দি একতা যুব সংঘ কেন্দ্রে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন রুবিনা আক্তার, তার দুই বছরের কন্যা লামিসা এবং ইমরান বেপারী।নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। বুধবার জাজিরার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সবগুলো ইউপিতে ভোট হয় ইভিএমে। বিকেল ৫টার দিকে বিলাশপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের ওই কেন্দ্রে সদস্য প্রার্থীদের ফল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা শেখ দেলোয়ার হোসেন।

তিনি বলেন, ‘সব প্রার্থীর ফল ঘোষণা করে আমরা রেজাল্ট সিট বুঝিয়ে দিচ্ছিলাম। এ সময় বিজয়ী মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থকরা মিছিল করতে থাকেন। পরাজিত মেম্বার প্রার্থী মতিউর রহমান সিকদারের সমর্থকরা তাদের ওপর হামলা করেন। তখন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

‘এক পর্যায়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ করা হয়। পরাজিত প্রার্থীর সমর্থকরা কেন্দ্র ভাঙচুর করে নির্বাচন পরিচালনায় নিয়োজিতদের অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি করে। এ সময় তিনজন গুলিবিদ্ধ হন। পরে র‍্যাব, বিজিবি, ইউএনও কামরুল হাসান সোহেল আমাদের উদ্ধার করেন।’

ইউএনও কামরুল হাসান নিউজবাংলাকে বলেন, ‘ফল ঘোষণার পর পরাজিত প্রার্থীর লোকজন কেন্দ্রে হামলা করে। কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছিল। পুলিশের গুলিতে শিশুসহ তিনজন আহত হওয়ার ঘটনা দুঃখজনক। এ ঘটনায় মামলা হবে। গুলিবিদ্ধদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় পাঠানো হয়েছে।’

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘সংঘর্ষ থামাতে ও নির্বাচনের দায়িত্বরত কর্মকর্তাদের নিরাপদ রাখতে পুলিশ ১২ রাউন্ড গুলি ছুড়েছে। এতে তিনজন আহত হওয়ার কথা শুনেছি।’

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহামুদুল হাসান নিউজবাংলাকে জানান, সন্ধ্যার আগে শিশুসহ ৩ গুলিবিদ্ধ হাসপাতালে আসে। শিশু লামিসার তলপেট ও বুকের একাধিক জায়গায় গুলির ক্ষত আছে। তার অবস্থা আশঙ্কাজনক। মা রুবিনার গুলি লেগেছে হাতে। এ ছাড়া ইমরান বেপারীর মাথা ও মুখে গুলি লেগেছে।

গুলিবিদ্ধ শিশুটির মা রুবিনা আক্তারের সঙ্গে ঢাকা মেডিক্যালে কথা হয় নিউজবাংলার প্রতিবেদকের। তিনি বলেন, ‘ওই এলাকা দিয়ে বাসায় যাওয়ার সময় গোলাগুলির মধ্যে পড়ি। এ সময় আমার কোলে থাকা দুই বছরের মেয়ে ও আমি গুলিবিদ্ধ হই। হাসপাতালে লামিসার অস্ত্রোপচার চলছে।’

এ বিভাগের আরো খবর