বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘কোনো অভিযোগ না থাকা’ নির্বাচন প্রত্যাখ্যান সাক্কুর

  •    
  • ১৫ জুন, ২০২২ ২২:৩২

সাক্কু বলেন, ‘১০০তম কেন্দ্রের ফলাফল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা বন্ধ করে একটু সময় চান। এই সময়টা তিনি কেন নিলেন?... তিনি কেন ফলাফল বন্ধ রাখলেন। এই সময়টায় কেন আমাকে মারতে আসল? আমি রেজাল্ট প্রত্যাখ্যান করলাম।’

ভোট চলাকালে কোনো অভিযোগ না থাকার কথা বললেও ফল ঘোষণার পর কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন গত দুইবারের নির্বাচনে জয় পাওয়া বিএনপি থেকে বহিষ্কৃত মনিরুল হক সাক্কু। তার অভিযোগ, একেবারে শেষ মুহূর্তে ওপর মহলের ফোনে তার জয় ছিনিয়ে নেয়া হয়েছে।

২০১২ সালের প্রথম নির্বাচনে ৩৫ হাজার ভোটে, ২০১৭ সালের দ্বিতীয় নির্বাচনে ১১ হাজার ভোটে জয় পাওয়া সাক্কু এবার হেরেছেন ৩৪৩ ভোটে।

সাক্কুর এই পরাজয়ের পেছনে দৃশ্যত দায়ী স্বেচ্ছাসেবক দলের নেতা নিজামউদ্দিন কায়সার, যিনি ভোটে লড়তে দলীয় পদ ছাড়েন। তিনি ভোট পেয়েছেন ২৯ হাজার ৯৯টি।

কায়সার ভোটে না দাঁড়ালে এই ভোট সাক্কুর বাক্সে পড়তে পারত এবং তিনি তাতে আবার সহজ জয় পেতে পারতেন।

বর্তমান নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষার এই ভোটে সকাল থেকে বিকেল পর্যন্ত বলার মতো কোনো গোলযোগ হয়নি। একটি কেন্দ্রে গোপন বুথে দ্বিতীয় ব্যক্তির উপস্থিতি, একটি বুথে এক পোলিং কর্মকর্তা গোপন বুথে উঁকি দেয়া ছাড়া তেমন কোনো অভিযোগ আসেনি। এমনকি সাক্কুও ভোট ভালো বলেছেন।

বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার কথা থাকলেও কোনো কোনো কেন্দ্রে ভোট চলেছে ৫টা পর্যন্ত।

পৌনে ৬টার দিকে রিটার্নিং কর্মকর্তা একে একে ফল ঘোষণা করতে থাকেন। শুরু থেকেই দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল খুবই কম, যা বজায় থাকে শেষ পর্যন্ত।

মোট ১০৫টি কেন্দ্রে ভোট নেয়া হয়, এর মধ্যে ১০০তম কেন্দ্রের ফল যখন ঘোষণা করা হয়, তখন সাক্কু ৬২৯ ভোটে এগিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি হেরে যান।

১০০তম কেন্দ্রের ফল ঘোষণার সময় ফল ঘোষণার কেন্দ্র শিল্পকলা একাডেমি চত্বরে শুরু হয় হাঙ্গামা। সে সময় কিছু সময় ফল ঘোষণা বন্ধ রাখেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।

সবকিছু যখন শান্তিপূর্ণভাবে চলছিল, রাত ৯টার পর হঠাৎ দেখা দেয় উত্তেজনা। শিল্পকলা একাডেমিতে দলে দলে আসতে থাকে আওয়ামী লীগ ও সাক্কুর সমর্থকরা। দুই পক্ষ সেখানে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে।

সে সময় ফল ঘোষণায় বেগ পেতে হয় অনেকটাই। পরে রিটার্নিং কর্মকর্তা যখন চূড়ান্ত ফল ঘোষণা করেন, তখন বাইরে নৌকার সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন আর সাক্কুর সমর্থকরা প্রতিবাদ জানাতে থাকেন।

সাক্কু বলেন, ‘১০০তম কেন্দ্রের ফলাফল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা বন্ধ করে একটু সময় চান। এই সময়টা তিনি কেন নিলেন?... তিনি কেন ফলাফল বন্ধ রাখলেন। এই সময়টায় কেন আমাকে মারতে আসল?’

‘আমি রেজাল্ট প্রত্যাখ্যান করলাম’- বললেন সাক্কু।

এ বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘রেজাল্ট সবার সামনে প্রকাশ করা হয়েছে। এখন প্রত্যাখ্যান করা না করা একজনের ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে কিছু বলব না।’

হাঙ্গামার বিষয়ে তিনি বলেন, ‘আপনারা সবাই সবকিছু দেখেছেন। তখন উত্তেজনা দেখা দেয়ায় আমি ফলাফল ঘোষণা বন্ধ করতে বাধ্য হই। ৫ মিনিট কেবল তা বন্ধ থাকে। এরপর যথারীতি ফলাফল প্রকাশ করি।

ভোট নিয়ে কোনো অভিযোগ ছিল না সাক্কুর

সকালে নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোনো অভিযোগ করেননি সাক্কু। তিনি বলেন, ‘কোনো কোনো কেন্দ্রে ইভিএম মেশিন কাজ করতেছে না। আমরা কয়েকটা কেন্দ্রে গেছি। টিপ দিলে ছবি উঠতেছে না। টিপ দিলে তো মার্কার ছবিটা উঠব। আমরা বিষয়টা বলছি।

‘অন্য সবকিছু ঠিক আছে। ওয়েদারটা একটু খারাপ। এর লাইগা ভোটার একটু কম আইতেছে। এটা ঠিক হয়ে যাইব। আমার অন্য কোনো অভিযোগ নাই। খালি ইভিএম পদ্ধতিটা একটু ত্রুটি হইতেছে।’

এ বিভাগের আরো খবর