বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অফিস সহকারী এজেন্ট, জ‌রিমানা

  •    
  • ১৫ জুন, ২০২২ ১৮:১০

জেলা নির্বাচন কর্মকর্তা খান আ‌বি সা‌হানুর খান জানিয়েছেন, বেলা সাড়ে ১১টা পর্যন্ত গড়ে ৩০ থেকে ৩৫ ভাগ ভোট পড়েছে। ভোটে কোথাও কোনো ধরনের গোলযো‌গ বা অ‌নিয়মের অ‌ভিযোগ পাওয়া যায়‌নি।

পটুয়াখালীতে অফিস সহকারী এজেন্ট হওয়ায় ও কেন্দ্রে ব‌হিরাগত প্রবে‌শ করায় জ‌রিমানা করা হয়েছে।

বুধবার সকাল ৮টায় জেলার তিনটি উপজেলা সদর, কলাপাড়ার, দশমিনার আটটি ইউ‌নিয়নে ই‌ভিএমে ভোট হয়েছে।

জেলা ইসলা‌মী আন্দোলনের সাধারণ সম্পাদক ও‌হিদুজ্জামান অ‌ভিযোগ করেছেন, সদর উপজেলার ইটবা‌ড়িয়া ইউ‌নিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কে‌ন্দ্র থেকে তাদের দলের হাতপাখা প্রতীকের একজন এজেন্টকে বের করে দিয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী মোজাম্মেল জমাদ্দার নিজে। এমন‌কি এ ধরনের অ‌ভিযোগ এনে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন তিনি।

ওই ইউ‌নিয়নের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা জাকা‌রিয়া অ‌ভিযোগে বলেন, ‘মঙ্গলবার রাতে ওই কেন্দ্রে প্রিসাই‌ডিং কর্মকর্তার কাছে আমার এজেন্ট আবুল বাশারের নাম দিয়ে আস‌ছিলাম। কিন্তু সকালে কেন্দ্রে প্রবেশ করলে নৌকা প্রার্থী নিজে তাকে কেন্দ্র থেকে বের করে দেন।’

অভিযোগ অস্বীকার করেছেন মোজাম্মেল জমাদ্দার। তিনি বলেন, ‘আমি ঘটনার সময় ছিলাম না। কেন্দ্রে এজেন্ট দেয়া না দেয়া প্রিসাই‌ডিং কর্মকর্তার বিষয়।’

জানতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাই‌ডিং কর্মকর্তা মো. সায়েম মোল্লা বলেন, ‘আবুল বাশারের নাম এজেন্টদের তা‌লিকায় থাকলেও সকালে তি‌নি আসেন‌নি। এখন য‌দি কেউ বলে এজেন্ট বের করে দিয়েছে তাহলে সেটা তার ব্যাপার। কিছুক্ষণ আ‌গে ডি‌সি স্যারও আমাকে ফোন দিয়ে একই কথা জিজ্ঞেস করেছে, তাকেও আ‌মি সেইম কথা বলে‌ছি।’

এদিকে কলাপাড়ার লতাচাপলি ইউনিয়নে কেন্দ্রে যাওয়ায় দুই বহিরাগতকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তাদের নাম জানা যায়নি।

সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডিবুয়াপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে মোটরসাইকেল নিয়ে যাওয়ায় মো. রাফসান নামে একজনকে ১ হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন মাহমুদ।

এ উপজেলার ৪ নম্বর তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী মজিবর ফুটবল মার্কার এজেন্ট হওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা খান আ‌বি সা‌হানুর খান জানিয়েছেন, ভোটে কোথাও কোনো ধরনের গোলযো‌গ বা অ‌নিয়মের অ‌ভিযোগ পাওয়া যায়‌নি।

এ বিভাগের আরো খবর