আগামী ঈদুল আজহার আগে এক কোটি পরিবারের কাছে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবে সরকার। বাজার থেকে বেশি দামে কিনে সুবিধাভোগীদের কাছে কম দামে এসব পণ্য বিক্রি করা হবে। এগুলো হলো মসুর ডাল, চিনি ও ভোজ্যতেল।
বুধবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।
মন্ত্রিসভায় নিত্যপ্রয়োজনীয় তিনটি পণ্যের দরপ্রস্তাব অনুমোদন দেয়া হয়। সে অনুযায়ী ১১৭ টাকা কেজি দরে ১৩ হাজার ৫০০ টন মসুর ডাল, ৮১ টাকা কেজি দরে ১৫ হাজার টন চিনি ও ২০১ টাকা লিটার দরে ১ কোটি ৯২ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাজারমূল্য অপেক্ষা কম দামে ঈদুল আজহার আগে টিসিবির মাধ্যমে এসব পণ্য এক কোটি পরিবারের কাছে কার্ডের মাধ্যমে বিক্রি করা হবে।’