সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্কুলে যাওয়ার পথে হাওরে নৌকা ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
উপজেলার ৯ নম্বর সুরমা ইউনিয়নের গুজাউরা হাওরে বুধবার সকালে এ প্রাণহানির ঘটনা ঘটে।মৃত ১০ বছরের মো. সৌরভ ও ১৫ বছরের তামান্না ওই ইউনিয়নের ময়না মিয়ার সন্তান।দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব দুলাল ধর নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, সকালে সৌরভ ও তার বড় বোন তামান্না গুজাউরা হাওর দিয়ে ছোট নৌকায় করে স্কুলে যাচ্ছিল। হঠাৎ ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যায়। এতে পানিতে তলিয়ে যায় সৌরভ ও তামান্না।
পরে দোয়ারাবাজার থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করে।ওসি বলেন, স্রোতের তোড়ে নৌকা উল্টে ভাই ও বোন নিখোঁজ হয়েছিল। পরে হাওর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বেড়ে আবারও বন্যা পরিস্থিতির মুখে সুনামগঞ্জ জেলা। সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা পর্যন্ত সুরমা নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছিল। প্লাবিত হয়েছে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজারসহ চারটি উপজেলার নিম্নাঞ্চল।