গাজীপুরের পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
এর আগে, মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার এ্যাপারেলস প্লাস কারখানার ভবনের কাটিং সেকশনে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের অতিরিক্ত সহকারী পরিচালক আব্দুল হালিম জানান, বুধবার সকালে এ্যাপারেলস প্লাস নামের ওই কারখানার সাত তলা ভবনের ৪র্থ তলায় আগুনের সূত্রপাত হয়। মূহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নেভাতে যোগ দেয়। প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
তিনি আরও বলেন, ‘আমরা প্রথমেই ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠাই। আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। কারণ ভেতরে প্রচণ্ড ধোঁয়া ছিল। সাড়ে ১০টায় আগুন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। নির্বাপনের জন্য আরও ঘণ্টাখানেক সময় লাগবে।’
আব্দুল হালিম বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনই বলা সম্ভব না। কারণ সকালেই ওই ফ্লোর খোলা হয়েছিল। কোনো শ্রমিক তখনও কাজে যোগ দেয়নি। আমাদের একটি তদন্ত কমিটি হবে, তারা যাচাই-বাছাই শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সম্পর্কে জানাবে।
কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে কারখানার সাততলা ভবনের চতুর্থ তলার কাটিং সেকশনে আগুন লাগে। ওই তলায় ফেব্রিক্স, কাটিং ও ফিউজিং মেশিনসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। মুহূর্তেই আগুন সেকশনজুড়ে ছড়িয়ে পড়লে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
‘আগুনের খবরে যে সকল শ্রমিকরা কারখানায় এসেছিল তারা ভবন ছেড়ে নিচে নেমে আসতে পেরেছে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।’
তবে আহতের সঠিক সংখ্যা তিনি জানাতে পারেন নি।