গাজীপুরের টঙ্গীতে এক নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্টেশন রোড এলাকার নিজ বাসা থেকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে স্বামী সবুজ পলাতক রয়েছেন।
মৃত নারী চিকিৎসকের নাম জান্নাতুল ফেরদৌস বন্যা। তিনি স্বামীর সঙ্গে স্টেশন রোড এলাকায় বাস করতেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ পরিবারের বরাতে বলেন, ‘বন্যা একটি পোশাক কারখানায় চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। কয়েক মাস ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামীর সঙ্গে কলহ চলছিল তার। মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে আবারও ঝগড়া হয়। একপর্যায়ে বন্যা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
‘পরে দরজা ভেঙে বন্যাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান অ্যানি বলেন, ‘হাসপাতালে আনার আগেই বন্যার মৃত্যু হয়েছে।’