কিশোরগঞ্জের মিঠামইন হাওরে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ফেরার পথে নৌকা থেকে পড়ে এক ছাত্রলীগ নেতা নিখোঁজ হয়েছেন।
২৮ বছর বয়সী ওই ছাত্রলীগ নেতার নাম হাবিবুল্লাহ হাবিব। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক।
করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখলা ফেরীঘাটের পাশে চং নোয়াগাও এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
মারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান হলুদ জানান, সকালে মারিয়া থেকে ৬/৭ জন মিঠামইনের হাওরের অলওয়েদার সড়কে ঘুরতে গিয়েছিলেন। ঘোরা শেষে সেখান থেকে বালিখলা ফেরার পথে প্রচণ্ড বাতাসের সঙ্গে নদীতে ঢেউ শুরু হলে নৌকার পেছন থেকে পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে নৌকা ঘুরিয়ে তাকে তুলতে গেলে আর পাওয়া যায়নি।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জর গিফারী নিউজবাংলাকে বলেন, ‘খবর পেয়ে জেলা সদর থেকে ডুবুরি দলের একটি টিম সেখানে গিয়ে উদ্ধারের চেষ্টা করছে। বিস্তারিত পরে জানানো হবে।’