কুমিল্লা নগরী থেকে ২০০ ব্যক্তির ভোটার আইডি কার্ডের ফটোকপি ও টাকাসহ মো. ফারুক নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিকেল ৫টার দিকে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের পাথুরিয়া পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
৩১ বছর বয়সী ফারুকের বাড়ি কুমিল্লা সদরের সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকায়।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।
তিনি বলেন, ২০০ মানুষের জাতীয়পরিচয় পত্রের ফটোকপি ও ৫৮ হাজার টাকা নিয়ে ফারুক কোথাও যাচ্ছিলেন। গোপন তথ্যে তাকে আটক করা হয়। তার ব্যাগ তল্লাশি করে পাওয়া আইডি কার্ডের ফটোকপি ও টাকা জব্দ করা হয়েছে।
এই ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করে আদালতে নিলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।