বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সুনামগঞ্জে কমছে পানি

  •    
  • ১৪ জুন, ২০২২ ১৯:১১

পানি কমতে শুরু করলেও বন্যার শঙ্কা এখনো কাটেনি বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, ‘পানি কমেছে। পাহাড়ি ঢল ও বৃষ্টি কমলে পানি আরও কমবে, তবে এখনও আমরা বন্যার শঙ্কা দেখতে পারছি।’

টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হয়েছে সুনামগঞ্জের বিভিন্ন জনপদ। সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও মঙ্গলবার তা কমতে শুরু করেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য অনুযায়ী, বেলা ৩টার দিকে সুরমার পানি বিপৎসীমার ৭ দশমিক ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা সোমবার ছিল ১১ সেন্টিমিটার।

পানি কমতে শুরু করলেও বন্যার শঙ্কা এখনো কাটেনি বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম। নিউজবাংলাকে তিনি বলেন, ‘পানি কমেছে। পাহাড়ি ঢল ও বৃষ্টি কমলে পানি আরও কমবে, তবে এখনও আমরা বন্যার শঙ্কা দেখতে পারছি।’

সুনামগঞ্জ সদরের সঙ্গে এখনো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে তাহিরপুর উপজেলার। ভোগান্তিতে রয়েছেন এসব এলাকার মানুষ।

বাঘমারা এলাকার বাসিন্দা আফরোজ আহমেদ বলেন, ‘এই এলাকা দিয়েই সদর যেতে হয়। কিন্তু পানি আসলে সবার আগে এই সড়কটি ডুবে যায়। এখন পানি কমতে শুরু করেছে, তবে যোগাযোগ এখনো শুরু হয়নি।’

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা রায়হান কবির নিউজবাংলাকে বলেন, ‘যোগাযোগ ব্যবস্থা এখনো বিচ্ছিন্ন রয়েছে, তবে পানি কমছে। এভাবে কমতে থাকলে আজ (মঙ্গলবার) রাত থেকেই যোগাযোগ ব্যবস্থা আগের মতো হয়ে যাবে।’

এ বিভাগের আরো খবর