বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নুরের নামে সাইবার ট্রাইব্যুনালে মামলা

  •    
  • ১৪ জুন, ২০২২ ১৭:১৯

মামলার বাদী শাহরিয়ার তানিম জানান, ১ জুন হঠাৎ বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের নামে সমাবেশ ডেকে বাংলাদেশ সরকারসহ ছাত্রলীগের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেন নুর। এরপর নিজ ফেসবুক পেজে উসকানি ও আক্রমণাত্মক কথা বলে ভিডিওবার্তা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নিয়ে অসম্মানজনক কথা বলার অভিযোগে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নামে মামলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে মামলাটি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট শাহরিয়ার তানিম। মামলার তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছে আদালত।

নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. কামরুল ইসলাম।

বাদীর আইনজীবী ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল নিউজবাংলাকে বলেন, ‘গত ১ জুন ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছাত্রলীগ, যুবলীগ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে জড়িয়ে কুৎসা, মিথ্যা, বানোয়াট, অসম্মানজনক কথা বলায় সংক্ষুব্ধ হয়ে বাদী মামলা করেছেন।’

মামলার বাদী শাহরিয়ার তানিম বলেন, ‘নুুর ১ জুন হঠাৎ বাংলাদেশ ছাত্র যুব অধিকার পরিষদের নামে সমাবেশ ডেকে বাংলাদেশ সরকারসহ ছাত্রলীগের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তিনি ছাত্রলীগ ও যুবলীগকে গুন্ডালিগ বলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি হিসেবে আখ্যায়িত করেছেন। এ ছাড়া শিক্ষা উপমন্ত্রী জনাব ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে চট্টগ্রামের আরেক গুন্ডা, উন্মাদ বলে মন্তব্য করেছেন।

‘পরদিন তিনি আরও কটূক্তি, সরকারবিরোধী বক্তব্য, সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কথাবার্তা, অশ্লীল ও আক্রমণাত্মক ভীতি প্রদর্শনসহ মিথ্যা তথ্য-উপাত্তের ভিডিও নিজের Bangla News BD নামের ফেসবুক পেজে প্রচার করেন। এই ভিডিও মুহূর্তেই ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়।’

এ কারণে নুরের নামে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন বলে জানিয়েছেন শাহরিয়ার।

এ বিভাগের আরো খবর