জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে।
উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর পাড়া গুচ্ছ গ্রামে মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।
৬০ বছর বয়সী ওই বৃদ্ধের নাম মজিবুর রহমান।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
মৃতের ছেলে মজনু মিয়ার অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে মজিবুর রহমানের সঙ্গে প্রতিবেশী বুদু শেখের বিরোধ চলছিল। সকাল ১০টার দিকে মজিবুর ওই জমিতে গাছ লাগাতে গেলে বাধা দেয় বুদু শেখের লোকজন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এক পর্যায়ে, বুদু শেখ মজিবুরকে ধাক্কা দিয়ে জমিতে ফেলে দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি তরিকুল ইসলাম জানান, মুজিবুরের মরদেহ উদ্ধার পরে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর থেকেই বুদু শেখ পলাতক। এ ঘটনায় মজিবুর রহমানের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।