রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী মোজাফফর আহমদ হেলালী জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় যুবক মোহাম্মদ হোসেনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাসহ অনাদায়ে আরও এক বছরের সাজা দেয়া হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুন মঙ্গলবার দুপুরে রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ হোসেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের বাসিন্দা।
নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) মোজাফফর আহমদ হেলালী।
তিনি জানান, ২০১৩ সালে ৯ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিলেন মোহাম্মদ হোসেন। এ ঘটনায় তার নামে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। সাত জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেয়।