বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় ৭১ টিভির গাড়ি ভাঙচুর

  •    
  • ১৪ জুন, ২০২২ ০১:২৯

একাত্তর টিভির কুমিল্লা প্রতিনিধি এনামুল হক ফারুক বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে। সেখানে ৭১ টিভির টিম গেলে রাত সাড়ে ৯ টার দিকে একদল যুবক টেলিভিশনের গাড়িটি ভাঙচুর করে৷

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফটকে বেসরকারি চ্যানেল ৭১ টিভির গাড়ি ভাঙচুর করেছে কয়েকজন যুবক।

সোমবার রাত সাড়ে ৯ টার দিকে গাড়িটি ভাঙচুর করে ক্যাম্পাসের ভেতরে চলে যান ওই যুবকরা।

এই ঘটনা নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ চৌধুরী।

একাত্তর টিভির কুমিল্লা প্রতিনিধি এনামুল হক ফারুক বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় নগরীর ২৪ নম্বর ওয়ার্ডে। সেখানে ৭১ টিভির টিম গেলে রাত সাড়ে ৯ টার দিকে একদল যুবক গাড়িটি ভাঙচুর করে৷

‘আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ঘটনা অবহিত করেছি। তারা বলেছেন, ওই যুবকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে ব্যবস্থা নেয়া হবে।’

গাড়ি চালক মো. আলামিন জানান, ভার্সিটির ফটকের পাশে তিনি গাড়ি পার্ক করে দোকানে চা পান করছিলেন। ভার্সিটির ভেতর ৭১ টিভির রিপোর্টাররা কাজ করছিলেন৷ এ সময় ৮-১০ জন যুবক বিশ্ববিদ্যালয় ফটকের পাশ থেকে গাড়ি সরিয়ে নিতে বলেন।

তিনি আরও জানান, ওই যুবকদের কাছে দুই মিনিট সময় চেয়েছিলেন তিনি। এতে তারা উত্তেজিত হয়ে লাঠিসোটা দিয়ে গাড়ি ভাঙচুর করে ভেতরে চলে যান।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবাশীষ চৌধুরী বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো নিউজ প্রকাশ করায় ক্ষোভ থেকে কিছু শিক্ষার্থী গাড়ি ভাঙচুর করতে পারে।’

ওসি বলেন, ‘মঙ্গলবার দুপুরের মধ্যে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাধান না করলে আমরা ব্যবস্থা নেবো।’

এ বিভাগের আরো খবর