বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জুরাইনে ফাঁকা বাসায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

  •    
  • ১৪ জুন, ২০২২ ০১:১৬

শিশুটির বাবা আলম মিয়া বলেন, ‘আমি দিনমজুর ও আমার স্ত্রী কারখানায় কাজ করে। ছেলে বাসায় একা ছিল। বাসায় ফিরে দেখি বিদ্যুতের সুইচের কাছে ছেলে অচেতন অবস্থায় পড়ে আছে। অচেতন অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক ওকে মৃত ঘোষণা করেন।’

রাজধানীর কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইয়াছিন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জুরাইন মেডিক্যাল রোড এলাকায় একটি টিনশেড বাসায় সোমবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটেছে।

শিশুটির বাবা আলম মিয়া বলেন, ‘আমি দিনমজুর ও আমার স্ত্রী ইয়াসমিন আক্তার একটি কারখানায় কাজ করে। আমরা দুজনই বাইরে ছিলাম। ছেলে বাসায় একা ছিল। বাসায় এসে দেখি বিদ্যুতের সুইচের কাছে অচেতন অবস্থায় পড়ে আছে। আমরা ওকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি জানান, আমাদের বাড়ি ঝালকাঠির নলসিটি থানার বৈচন্ডি গ্রামে। এক ভাই ও এক বোনের মধ্যে ইয়াছিন ছোট। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়তো।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ বিভাগের আরো খবর