বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্ত্রী সৌদিতে, ঘরে স্বামীর মরদেহ

  •    
  • ১৩ জুন, ২০২২ ২২:৫৬

স্বজনরা জানান, রফিকুলের স্ত্রী রিক্তা বানু তিনমাস আগে কাজের জন্য সৌদি আরব যান। অভাবের সংসার হলেও রফিকুলের আপত্তি ছিল স্ত্রীর সৌদি যাওয়ার ব্যাপারে। স্ত্রী চলে যাওয়ার পর ভাড়া বাসায় একাই থাকতেন তিনি। বড় ছেলেকে রাখেন পরিচিত এক ব্যক্তির কাছে, মেয়েকে পাঠিয়ে দেন নানার বাড়িতে।

রংপুর মহানগরীর ধাপ শ্যামলী লেন এলাকা থেকে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩৬ বছর বয়সী রফিকুল পারিবারিক সমস্যা ও হতাশায় আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।

সোমবার দুপুর ১ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

কোতয়ালী থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন নিউজবাংলাকে জানান, রফিকুলের বাড়ি কুড়িগ্রাম উলিপুরের মালতি বাড়ি এলাকায়। কিছুদিন আগে তিনি শ্যামলী লেনে একটি টিনশেড বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। কার্যত কর্মহীন রফিকুল মাঝে মাঝে রিকশা চালান। তিনি দুই সন্তানের জনক।

স্বজনরা জানান, রফিকুলের স্ত্রী রিক্তা বানু তিনমাস আগে কাজের জন্য সৌদি আরব যান। অভাবের সংসার হলেও রফিকুলের আপত্তি ছিল স্ত্রীর সৌদি যাওয়ার ব্যাপারে। স্ত্রী চলে যাওয়ার পর ভাড়া বাসায় একাই থাকতেন তিনি। বড় ছেলেকে রাখেন পরিচিত এক ব্যক্তির কাছে, মেয়েকে পাঠিয়ে দেন নানার বাড়িতে।

পুলিশ জানায়, সোমবার সকালে রফিকুল ঘর থেকে বের না হলে প্রতিবেশীরা ডাকাডাকি করেন। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকা ও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় তাদের। এরপর দরজা ভেঙ্গে দেখা যায় ঘরের চালায় পাইপের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছেন রফিকুল। পরে পুলিশ পৌঁছে মরদেহ নিয়ে যায়।

সুরতহাল প্রতিবেদন ও প্রাথমিক আলামত বিশ্লেষনে পুলিশ এটিকে আত্মহত্যা বলে মনে করছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ‘আপাতত ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

এ বিভাগের আরো খবর