জেলা শিল্পকলা একাডেমি অত্যাধুনিক ভবন পাওয়ায় কুষ্টিয়ায় তিন দিনের আনন্দ উৎসব শুরু হয়েছে। লালনের শহর কুষ্টিয়া পরিণত হয়েছে উৎসবের নগরে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এ উৎসবের আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি।
সোমবার বেলা ১১টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে ‘নব আনন্দে মাতি’ শিরোনামে উৎসব শুরু হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি থেকে বের হওয়া শোভাযাত্রায় লাঠিখেলা, যাত্রাপালা, বাউল দল, কৃষক, জেলেসহ নানা সাজে অংশ নেন মানুষ। তিন দিনের আয়োজনে কোরিওগ্রাফি, পুতুল নাচ, লাঠিখেলা ও সংগীতানুষ্ঠানের সঙ্গে থাকছে আলোচনা সভা।
৪৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি ভবন। চারতলা ভবনে আছে তিনটি অত্যাধুনিক অডিটোরিয়াম, ৫০ আসনের একটি কনফারেন্স রুম, বাইরে উন্মুক্ত মঞ্চ।
এক একর জায়গার ওপর আকর্ষণীয় এ ভবন জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আবার জাগিয়ে তুলবে বলে আশা করেছেন কুষ্টিয়া শিল্পকলার সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।
তিনি বলেন, ‘কুষ্টিয়াকে বলা হয় কালচারাল হাব। এই একাডেমি ভবনে যেসব সুযোগ-সুবিধা আছে, তা জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাবে। এ কারণেই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে এই উৎসব করছি।’
১৩ এপ্রিল কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির দৃষ্টিনন্দন ভবনটি উদ্বোধন করা হয়।