ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মনি জানান, সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে ক্যানেলে গোসলে নামে শাহিন। গোসল শেষে অন্যরা উঠে এলেও তাকে পাওয়া যায়নি।
নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে নিখোঁজ স্কুলছাত্র শাহিন আলমের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তিস্তার সেচ ক্যানেলের নাউতারা স্লুইস গেট থেকে ১০০ ফুট দূর থেকে মরদেহটি উদ্ধার করা হয় সোমবার রাত সাড়ে ৮টার দিকে।
মৃত ১৫ বছর বয়সী শাহিনের বাড়ি উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা বাজার এলাকায়। স্থানীয় আবিউন্নেছা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত সে।
নাউতারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে ক্যানেলে গোসলে নামে শাহিন। গোসল শেষে অন্যরা উঠে এলেও তাকে পাওয়া যায়নি। পরে রংপুর থেকে ডুবুরি দল গিয়ে তাকে উদ্ধারে কাজ শুরু করে।