রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ছুরিকাঘাতে মো. শাহিন নামে এক গেটম্যান নিহত হয়েছেন। এ ঘটনায় কাঞ্চন শিকদার নামে একজনকে আটক করা হয়েছে।
পুলিশ বলছে, কাঞ্চনের স্ত্রীকে বিয়ে করেন শাহিন। এ নিয়ে কাঞ্চনের সঙ্গে বিরোধে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে ছুরিকাঘাত করা হয় শাহিনকে। গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত বলে জানান।
কমলাপুর রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ বলেন, ‘আমরা খবর পেয়ে মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘কাঞ্চন শিকদার নামে এক ব্যক্তি পূর্বশত্রুতার জের ধরে শাহিনকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। কাঞ্চনকে আটক করা হয়েছে।’
প্রতিবেশী মিঠু বলেন, ‘শাহিন কমলাপুর রেলওয়ে স্টেশনের গেটম্যান হিসেবে কর্মরত ছিলেন। এক মাস আগে কাঞ্চনের স্ত্রী রাশিদা বেগমকে বিয়ে করেন তিনি। এই নিয়ে কাঞ্চনের সঙ্গে শত্রুতা তৈরি হয় তার। গতকাল সন্ধ্যার দিকে কাঞ্চন তাকে ছুরিকাঘাত করে বলে আমাদের ধারণা। কাঞ্চনের এলাকায় একটি ভাঙারির দোকান আছে।’
তিনি জানান, শাহিনের গ্রামের বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলা থানার হাটধলা গ্রামে। বর্তমানে মুগদা এলাকায় থাকতেন তিনি।