নেত্রকোণার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নে কালবৈশাখীতে দেড় শতাধিক কাঁচা ও টিনশেড ঘর বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অসংখ্য গাছপালা।
সোমবার বেলা ১১টার দিকে এ ঝড় বয়ে যায় বলে স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান জানান, বেলা ১১টার দিকে স্বরমুশিয়া ইউনিয়নের রামেশ্বরপুর, তিলকপুর, দেশিউড়া, অভয়পাশা, পোখলগাঁও ও দুর্গাশ্রম গ্রামের ওপর দিয়ে প্রচণ্ড বেগে কালবৈশাখী বয়ে যায়। এতে ওই ছয়টি গ্রামের অন্তত দেড় শতাধিক কাঁচা ও টিনশেড ঘর বিধস্ত হয়েছে। উপড়ে গিয়ে আর ডালপালা ভেঙে গাছপালারও অনেক ক্ষতি হয়েছে।
এ ছাড়া প্রচণ্ড বাতাসে বেশ কিছু বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় পুরো উপজেলায় এখন পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
অভয়পাশা গ্রামের জহিরুল ইসলাম সমরাজ বলেন, কেউ বড় কোনো দুর্ঘটনার শিকার না হলেও বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে।
স্বরমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার বলেন, ‘ঝড়ে গাছপালা পড়ে বেশ কয়েকটি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এখন আমরা রাস্তাগুলো চলাচলের উপযোগী করার চেষ্টা করছি।’
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারি সহায়তা দাবি করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।