বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

থ্রি হুইলার চালকদের মহাসড়ক অবরোধ

  •    
  • ১৩ জুন, ২০২২ ১৭:১৩

ব‌্যাটা‌রিচা‌লিত রিকশা ভ‌্যান ই‌জিবাইক চালক সংগ্রাম প‌রিষদের উপদেষ্টা মনীষা চক্রবর্তী বলেন, ‘দিন দিন বাস মা‌লিক স‌মি‌তির নেতারা থ্রি হুইলার চালকদের ওপর নির্যাতন বাড়‌াচ্ছে। মহাসড়কে থ্রি হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু করার দাবি জানাচ্ছি।’

ঢাকা-কুয়াকাটা সড়কের হিরণ পয়েন্টে থ্রি হুইলার চালকদের ওপর ‘অত‌্যাচার ও হয়রা‌নির’ প্রতিবাদে সড়ক অ‌বরোধ করে বিক্ষোভ হয়েছে।

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয়সংলগ্ন হিরণ পয়েন্টে সোমবার দুপুর ১টার দিকে মহাসড়ক অবরোধ করা হয়। পরে পু‌লিশের আশ্বাসে বেলা সোয়া ২টার দিকে অবরোধ তুলে নেন থ্রি হুইলার চালকরা।

ব‌্যাটা‌রিচা‌লিত রিকশা ভ‌্যান ই‌জিবাইক চালক সংগ্রাম প‌রিষদের নেতা শ‌হিদুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘হিরণ পয়েন্টে বাস মা‌লিক স‌মি‌তির নেতাকর্মীরা অবৈধভাবে একটা চেকপোস্ট ব‌সিয়ে আমাদের ওপর হামলা করছে প্রতি‌নিয়ত। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। আমরা কোথাও যাত্রী নিয়ে যেতে পা‌রি না বাস মা‌লিক স‌মি‌তির নেতাকর্মীদের কারণে।’

ব‌্যাটা‌রিচা‌লিত রিকশা ভ‌্যান ই‌জিবাইক চালক সংগ্রাম প‌রিষদের উপদেষ্টা মনীষা চক্রবর্তী বলেন, ‘দিন দিন বাস মা‌লিক স‌মি‌তির নেতারা থ্রি হুইলার চালকদের ওপর নির্যাতন বাড়‌াচ্ছে। মহাসড়কে থ্রি হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু করার দাবি জানাচ্ছি। ঘণ্টাব‌্যা‌পী সড়ক অবরোধের পর পু‌লিশের আশ্বাসে সড়ক অবরোধ প্রত‌্যাহার করা হয়েছে।’

ব‌রিশাল বন্দর থানা পু‌লিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আসাদুজ্জামান বলেন, বাস মা‌লিক স‌মি‌তির নেতারা অনেক আগে থেকেই থ্রি হুইলার মহাসড়কে চলতে দেয় না। তাদের দাবি, হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে তাই চলতে দেয়া যাবে না। আমরা বিষয়‌টি নিয়ে আলোচনা কর‌ব। সেই আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়েছে থ্রি হুইলার চালকরা।

এ বিভাগের আরো খবর