বগুড়ায় জমির বিরোধের জেরে কৃষক কোকিল চন্দ্রকে হত্যার দায়ে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
হত্যার ঘটনার এক যুগ পর সোমবার দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় দেন। দণ্ডিতদের ২০ হাজার করে টাকা জরিমানাও করেন তিনি। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
দণ্ড পাওয়া আসামিরা হলেন নবদ্বীপ, নিত্যানন্দ, গৌরাঙ্গ, লক্ষ্মীচরণ, রাতেন ও রমনী কান্ত। তাদের বাড়ি গাবতলীর কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মাঝিপাড়ায়।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী বিনয় কুমার বিশু।
কৃষক কোকিলের বাড়িও ওই এলাকায়। ২০১০ সালের ২৫ মার্চ বিকেলে লাঠি ও রড দিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা শ্যামল চন্দ্র মামলা করেন।
কোকিলের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল আসামিদের। এরই জেরে তাকে হত্যা করা হয়।