যশোর সদর উপজেলায় অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
উপজেলার লেবুতলা ইউনিয়নে রোববার এ ঘটনা ঘটেছে।
বর্তমানে কিশোরী যশোর জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন। অভিযুক্ত ২৭ বছরের মাহিম পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আহত কিশোরী জানায়, রোববার বিকেলে বাড়ির পেছনে পুলের কাছ থেকে হাঁস আনতে যায় সে। এ সময় একই গ্রামের বাসিন্দা মাহিম তার মুখ চেপে ধরে পাশের পাটক্ষেতে নিয়ে তাকে জোর করে কোমল পানীয় খাওয়ায়। তখন তার মাথা ঝিমঝিম করছিল। এ সময় মাহিম তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে বাড়ি ফিরে সে তার মাকে বিস্তারিত জানায়।
কিশোরীর মা অভিযোগে বলেন, ‘রাত ১টার দিকে আমার মেয়েকে অসুস্থ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসি। এখনও থানায় লিখিত অভিযোগ দেইনি।’
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আব্দুস সামাদ বলেন, ‘মেয়েটির আলামত (নমুনা) সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।’
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘এ ঘটনায় এখনও কোনো অভিযোগ আসেনি। তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে মামলার পরামর্শ দিয়েছি। ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া হবে।’