বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মক ভোটিংয়ে আগ্রহ নেই ভোটারদের

  •    
  • ১৩ জুন, ২০২২ ১৪:০৭

১০ নম্বর ওয়ার্ডের নগরীর ফয়জুন্নেসা কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা লুৎফর রহমান নিউজাবাংলাকে বলেন, ‘এই কেন্দ্রের ভোটার ১ হাজার ৯৭৭ জন। সবাই মহিলা ভোটার। সাংসারিক কাজে ব্যস্ত। তাই হয়তো উপস্থিত কম।’

প্রথমবারের মতো কুমিল্লা সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাল বাদে পরশু অর্থাৎ ১৫ জুন কুমিল্লাবাসী ভোটের মাধ্যমে বেছে নেবেন তাদের নগর অভিভাবককে।

তাই কীভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, তার ধারণা দিতে সোমবার সকালে মক ভোটিংয়ের আয়োজন করেছে নির্বাচন কমিশন। কিন্তু এই আয়োজনে তেমন আগ্রহ দেখা যায়নি ভোটারদের মাঝে।

সকালে কুমিল্লা মডার্ন স্কুল, জিলা স্কুলের কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুই/তিনজন ভোটার কেন্দ্রে মক ভোট দিতে এসেছেন। ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে।

দুপুর পৌনে ২টার দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কেন্দ্রে কর্মকর্তাদের ইভিএম নিয়ে বসে থাকতে দেখা গেছে। দেখা মেলেনি কোনো ভোটারেরই। কেন্দ্রটি ছিল ফাঁকা।

তবে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন জানিয়েছেন, এ কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৮৭ জন। সকাল থেকে মক ভোট দিয়েছেন ১৮ জন।

১০ নম্বর ওয়ার্ডের নগরীর ফয়জুন্নেসা কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা লুৎফর রহমান নিউজাবাংলাকে বলেন, ‘এই কেন্দ্রের ভোটার ১ হাজার ৯৭৭ জন। সবাই মহিলা ভোটার। সাংসারিক কাজে ব্যস্ত। তাই হয়তো উপস্থিত কম।’

এই কেন্দ্রে মক ভোট দিয়ে উচ্ছ্বসিত মিনহাজ বলেন, ‘আজ একবার ভোট দিলাম। মাত্র ৩০ সেকেন্ডে ভোটটা দিলাম। পরশু অর্জিনাল (আসল) ভোট দিব।’

আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে। যার মধ্যে ৫ জন মেয়রপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নগরীর ২৭টি ওয়ার্ডের মধ্যে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী ৩৬ জন এবং সাধারণ ওয়ার্ডে ১০৮ জন। ভোটার আছেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন।

যার মধ্যে ১ লাখ ১২ হাজার ৮২৬ জন পুরুষ, ১ লাখ ১৭ হাজার ৯২ জন নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন। ১০৫টি ভোটকেন্দ্রে বুথ রয়েছে ৬৪০টি।

এ বিভাগের আরো খবর