ফেনীর দাগনভুইয়ায় শিশুকে হাত-পা শিকলে বাঁধা অবস্থায় রাস্তা থেকে উদ্ধারের ঘটনায় স্থানীয় মাদ্রাসার প্রধান শিক্ষক ফখরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
ফখরুল দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের দেউলিয়া নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক। সেখান থেকেই রোববার সকালে তাকে আটক করা হয়। উদ্ধার শিশুটি ওই মাদ্রাসার ছাত্র।
থানার ওসি হাসান ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই শিশুটিকে হাত-পা শিকলে বাঁধা অবস্থায় শনিবার রাতে পুলিশের টহল দল রাস্তা থেকে উদ্ধার করে। সে জানায়, মাদ্রাসার প্রধান শিক্ষক তাকে এভাবে বেঁধে নির্যাতন করেছেন। ওই অবস্থায় শিশুটি পালিয়ে বের হয়ে যায়।
থানা পুলিশ পরে শিশু স্বজনদের খবর দেয়।
শিশুর বাবা বলেন, ‘আমার ছেলে শনিবার মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি চলে আসে। তখন আমি ওকে মাদ্রাসায় নিয়ে যাই। ছেলেকে এই মাদ্রাসায় আর পড়াবো না বলে প্রধান শিক্ষককে জানাই। কিন্তু তিনি এবারের মতো মাদ্রাসায় রেখে যেতে অনুরোধ করায় ছেলেকে রেখে আসি।
‘রাতে খবর পাই আমার ছেলেকে প্রধান শিক্ষক ক্ষুব্ধ হয়ে শিকল দিয়ে বেঁধে মাদ্রাসার একটি কক্ষে আটকে রাখেন ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করেন।’
ওসি হাসান ইমাম জানান, শিশুর অভিভাবকরা লিখিত অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেয়া হবে। আপাতত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।