রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩০ বছর বয়সী স্বপন দাস।
পরিবারের দাবি, ঢাকার দোহার এলাকায় শ্বশুরবাড়িতে নির্যাতন করা হলে স্বপন জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হন। রোববার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।
স্বপনের ছোট ভাই তপন দাস বলেন, ‘আমার ভাই গত শনিবার তার স্ত্রীর বড় ভাই সুশান্ত মনি দাসের বিয়ের অনুষ্ঠানে যান। সেখানে তর্ক বিতর্কের এক পর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন আমার ভাইকে বেধড়ক মারধর করেন।
‘সেখানে অসুস্থ হয়ে পড়লে অচেতন অবস্থায় তাকে ধানমন্ডির টিটি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যার দিকে তিনি মারা যান।’
ভাইয়ের অসুস্থতার সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে আসেন তপন। ভাইয়ের শ্বশুর বাড়ির লোকজনই ফোন করে এ তথ্য দেন।
তপন বলেন, ‘হাসপাতালে গিয়ে দেখি আমার ভাই পৃথিবীতে নেই। ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনও কেউ সেখানে নেই, সবাই পালিয়ে গেছেন। তারা কী কারণে আমার ভাইকে মারধর করেছেন, তা জানতে পারিনি।’
স্বপনের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পারিল গ্রামে।
এ ঘটনায় মামলা হয়নি। তবে পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতাল থেকে মৃত অবস্থায় এক যুবককে নিয়ে আসা হয়। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।’