গেন্ডারিয়ায় একটি ফার্নিচার তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে সেলিম রেজা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সতীশ সরকার রোড ১০০ কাঠা নামক এলাকায় রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সেলিমের চাচাতো ভাই সোহেল রানা বলেন, ‘কারখানার সিলিং ফ্যানের তার ছিঁড়ে যায়। ওই তার জোড়া দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‘সেলিম ওই কারখানার ডিজাইনার ছিল এবং ওই কারখানায় থাকত।’
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’