বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডিসির অপসারণ দাবিতে ব্যবসায়ীদের প্রতিবাদ

  •    
  • ১২ জুন, ২০২২ ১৪:৫৪

হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হান্নান বলেন, ‘আজকে আমাদের পাঁচ দিনের আন্দোলনের শেষ দিন। আজকের মধ্যে কোনো ব্যবস্থা নেয়া না হলে রাতে আমরা জেলার সব ব্যবসায়ী সমিতির সদস্য আলোচনা করে এক দফা আন্দোলনে যেতে বাধ্য হব। সেই আন্দোলন হবে শুধু ডিসির অপসারণের দাবিতে।’

মেহেরপুরে জেলা প্রশাসকের অপসারণ, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে কাফনের কাপড় পরে মৌন মিছিল করেছেন ব্যবসায়ীরা।

কোর্ট মসজিদ মার্কেট উচ্ছেদের প্রতিবাদে রোববার বেলা সাড়ে ১১টার দিকে তারা শহরের মানিক টাওয়ারের সামনে থেকে মিছিল বের করেন।

মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন। সেখানে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল হান্নানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে হান্নান বলেন, ‘২০০৬ সালে মসজিদের উন্নয়ন প্রকল্পে মসজিদ কমিটিকে ২৫টি দোকান বাবদ ২ লাখ ৫০ হাজার টাকা দেয়া হয়। এর রসিদসহ সমস্ত প্রমাণ আছে। তাই কোনোভাবেই এগুলো অবৈধ দোকান হতে পারে না।

‘প্রধানমন্ত্রীর নির্দেশে যার ঘর নাই তাকে ঘর তৈরি করে দেয়া হয় কিন্তু মেহেরপুরের ব্যবসায়ীরা ঘরছাড়া হলেন।’

হান্নান আরও বলেন, ‘মার্কেট উচ্ছেদ করায় ব্যবসায়ীদের আনুমানিক ১ কোটি ৭০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এতে ক্ষতি করায় আমরা জেলা প্রশাসক ও এসি-ল্যান্ডের অপসারণ চাচ্ছি।

‘আজকে আমাদের পাঁচ দিনের আন্দোলনের শেষ দিন। আজকের মধ্যে কোনো ব্যবস্থা নেয়া না হলে রাতে আমরা জেলার সব ব্যবসায়ী সমিতির সদস্য আলোচনা করে এক দফা আন্দোলনে যেতে বাধ্য হব। সেই আন্দোলন হবে শুধু ডিসির অপসারণের দাবিতে।’

এ বিষয়ে জেলা প্রশাসক মুনসুর আলম খানকে ফোন দেয়া হলে তিনি কোনো মন্তব্য করেননি। তবে গত ৯ জুন তিনি তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন।

এতে বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে খাস জমির স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য এরই মধ্যে মসজিদের মালিকানায় বা জেলা পরিষদের পার্শ্ববর্তী জায়গায় দোকানপাট স্থাপনের জন্য জেলা পরিষদের প্রশাসক এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে।

এ বিভাগের আরো খবর