চট্টগ্রামের হালিশহরে বিপুল পরিমাণ ক্যাসিনো সরঞ্জামসহ ৫৩ জনকে আটক করেছে র্যাব।
হালিশহরের পোর্ট কানেকটিং রোডের নবাব টাওয়ারের ৩য় তলা থেকে শনিবার রাত সোয়া ১০টার দিকে তাদের আটক করা হয়। তবে রোববার সকালে বিষয়টি সংবাদমাধ্যমকে জানায় বাহিনীটি।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ ক্যাসিনো ও জুয়ার সরঞ্জামসহ ৫৩ জনকে আটক করা হয়। ক্যাসিনো ও জুয়ার সরঞ্জামের মধ্যে রয়েছে ১৫৫ সেট তাস, ৪৩০ টি জুয়া খেলার চিপ এবং নগদ তিন লাখ ৬৯ হাজার ৯৯০ টাকা। তারা রিক্রিয়েশন সেন্টার অ্যান্ড কো-অপারেটিভ সোসাইটির আড়ালে ক্যাসিনো কার্যক্রম চালিয়ে আসছিলেন।’
‘তা ছাড়া তারা বাজির জন্য প্লাস্টিকের এক ধরনের চিপ ব্যবহার করেন। এই চিপগুলো পাঁচ হাজার থেকে পাঁচ লাখ টাকায় সেন্টারের ম্যানেজারের কাছ থেকে কিনতে হতো।’
আটক ৫৩ জন ও উদ্ধার ক্যাসিনো সরঞ্জাম পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য হালিশহর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি।