মেহেরপুরে বালুবোঝাই ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্রী নিহত হয়েছে। গুরুতর আহত হন তার ভাই।
মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রোববার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
১৫ বছর বয়সী তিশা মেহেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়ক দিয়ে তিশা তার ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে স্কুলে যাওয়ার সময় একটি বাইসাইকেলের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের ওপর পড়ে যায়।
এ সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রলি এসে তিশাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে সেখানের চিকিৎসক তিশাকে মৃত ঘোষণা করেন।
তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।