পরিবারের বরাতে ওসি বলেন, ‘পূর্ব বিরোধের জেরে মামুন ও তার এক দূর সম্পর্কের ভগ্নিপতির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার ভগ্নিপতি তাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে মামুনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় ভগ্নিপতির ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন।
ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ২০ বছর বয়সী মো. মামুন ওই একই এলাকার মো. জামালের ছেলে।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
পরিবারের বরাতে তিনি বলেন, ‘পূর্ব বিরোধের জেরে মামুন ও তার এক দূর সম্পর্কের ভগ্নিপতির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার ভগ্নিপতি তাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে মামুনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলেও জানান ওসি।