কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক জানান, হামিদা বেগম আম কুড়াতে যাওয়ার জন্য ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই হামিদার মৃত্যু হয়।
গোপালগঞ্জের কাশিয়ানীতে আম কুড়াতে যাওয়ার সময় গাড়িচাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।
ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল হর্টিকালচারের কাছে রোববার সকালে এ ঘটনা ঘটে।
হামিদা বেগম নামের ৮৫ বছর বয়সী ওই বৃদ্ধার বাড়ি কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হামিদা বেগম আম কুড়াতে যাওয়ার জন্য ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই হামিদার মৃত্যু হয়। পরিবারের লোকজন মরদেহ বাড়ি নিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।