বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাবনায় পালিত হলো রাশিয়া ডে

  •    
  • ১২ জুন, ২০২২ ০০:৩৮

১৯৯২ সাল থেকে প্রতিবছর ১২ জুনকে রাশিয়া দিবস হিসেবে পালন করে রুশ নাগরিকরা। মূলত ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হলে স্বাধীন রাষ্ট্র হিসেবে রাশিয়া প্রতিষ্ঠাকেই উদযাপন করা হয় দিনটিতে।

রাশিয়া ডে উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত হয়েছে ‘রাশিয়া-বাংলাদেশ অনুভূতির ছবি’ শীর্ষক এক সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের আয়োজনে শনিবার রাতে স্থানীয় একটি রিসোর্টে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নানা দিক নিয়ে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, পরমাণু শক্তি কমিশনের প্রধান প্রকৌশলী আশরাফুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস।

এ সময় বক্তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সহযোগিতা করায় রাশিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরে রাশিয়ার সেনাবাহিনীর সাংস্কৃতিক দল আলেকজান্দ্রাভ অ্যাকাডেমিক অ্যানসেম্বলের পরিবেশনায় রাশিয়ার সংস্কৃতি ও ঐতিহাসিক নানা ঘটনা নিয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সময় রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত বাংলাদেশি ও রাশিয়ান শ্রমিকরা শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাফিজা খাতুন, জেলা প্রেস ক্লাব সভাপতি এ বি এম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুষ্ঠান উপভোগ করেন।

এ বিভাগের আরো খবর