ঢাকার সাভারে পাওনা টাকা চাওয়ায় এক নারী ও তার পরিবারের ওপর হামলা ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে।
ওই নেতার নাম সোহেল মোল্লা। তিনি ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার নরসিংহপুর দিয়াখালী এলাকার বাসিন্দা নিপা আক্তার ও চাঁন মিয়া দম্পতির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিপা শনিবার নিউজবাংলার কাছে এসব অভিযোগ করেন।
তিনি বলেন, ‘সোহেল আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির সরকারের লোক। আমার স্বামীর সঙ্গে তার বন্ধুত্ব। এ কারণে সোহেলের সঙ্গে আমার পরিচয়। তিন বছর আগে বালুর ব্যবসার জন্য ১৫ লাখ টাকা ধার নেন যুবলীগ নেতা সোহেল।
‘পাওনা টাকার জন্য চাপ দিলে প্রায় তিন মাস আগে সোহেল তাদের ছয়টি চেক দেন। ব্যাংকে গিয়ে সোহেলের অ্যাকাউন্টে কোনো টাকা পাওয়া যায়নি। পরে তারা আদালতে চেক ডিজঅনারের মামলা করেন।
‘এতে সোহেল ক্ষিপ্ত হয়ে বিভিন্ন সময় স্বামীকে মারধর করে। স্থানীয় যুবলীগ নেতা কবির সরকারের সম্মানের কথা ভেবে ব্যবস্থা নিইনি। ওই নেতা বেশ কয়েকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
ওই নারী বলেন, ‘শুক্রবার রাত ১১টার দিকে আমার বাড়িতে হামলা চালায় সোহেল, তাপস, নাঈমসহ ২০-২৫ জন সন্ত্রাসী। তারা পিস্তল, চাপাতি ও লোহার পাইপ নিয়ে বাসায় এসে আতঙ্ক সৃষ্টি করে। ভয়ে আমার স্বামী বাড়ি থেকে পালিয়ে গেলে নাইম ও তাপস পেছনে দৌড়ে গিয়ে তাকে গুলি করে হত্যার চেষ্টা করে।
‘পরে আমার ঘরে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। ওই সময় তারা আসবাবপত্রসহ আমার স্বামীর মোটরসাইকেলও ভেঙে ফেলে। আমার গায়ের কাপড় ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা করে। পাইপ দিয়ে মারধর করা হয় আমাকে।’
এসব অভিযোগের বিষয়ে কথা বলতে সোহেল মোল্লার মোবাইল ফোনে কল করা হলেও তিনি ধরেননি। পরে মেসেজ দেয়া হলেও কোনো উত্তর দেননি।
আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ওই নারীর প্রতি অভিযোগের তীর ছুড়ে দেন। নিউজবাংলাকে তিনি বলেন, ‘ওই মেয়েটা খারাপ। এর আগে আমি বহুবার না করছি। নিপা মেয়েটা সোহেলের সংসারে ভ্যাজাল লাগায় দিছে।
‘ওই মেয়ের কারণে ওর সংসার ভাইঙ্গা গেছে, বউ গেছে গা। দিয়াখালীর ঘটনাটা আমি শুনছি কাইলকা। মেয়েটা অনেকবার আসছে বিষয়টা নিয়ে আমার কাছে। আমি বইলা দিছি, তুই ওর কাছে যাস ক্যা? সোহেল মোল্লার লগে তোর কী? ওই মহিলা আর ওর জামাই গাঞ্জা, ফেনসিডিলের ব্যবসা করে।’
যুবলীগের এই নেতা আরও বলেন, ‘সংগঠনবহির্ভূত কাজ করলে আমি তার (সোহেলের) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হব।’
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল নিউজবাংলাকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের থানায় আসতে বলেছি। তারা এলে ব্যবস্থা নেয়া হবে।’