আওয়ামী লীগকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে হবে। সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি, ভূমিদস্যুরা যেন আওয়ামী লীগের নেতা না হতে পারেন সেদিকে নজর রাখতে হবে। সেই সঙ্গে দলে কোনো ‘দূষিত রক্ত’ থাকলে তা ফেলে দিতে হবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শনিবার দুপুরে ভোলার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলে তিনি।
সম্মেলন উদ্বোধন করেন ওবায়দুল কাদের।
পরে বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর খুনে বাংলার মাটি এখনও রক্তাক্ত হয়ে আছে, শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার অভিমুখে উন্নয়নের পতাকা হাতে দাঁড়িয়েছে। যারা বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাস থেকে মুছে দিতে চেয়েছিল, তারাই আজ নিজেরাই ইতিহাস থেকে মুছে যাচ্ছে।’এ সময় তিনি দাবি করেন, আওয়ামী লীগ কখনই কারও বিরুদ্ধে ষড়যন্ত্র করেনি, তবে বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়িয়েছে।
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে এসেছেন বলেই অবরুদ্ধ গণতন্ত্র শৃঙ্খলমুক্ত হয়েছিল বলেও জানান তিনি।
কাদের বলেন, ‘শেখ হাসিনা এসেছিলেন বলেই স্বৈরাচারের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, সীমান্ত সমস্যার দীর্ঘকালীন সমাধান হয়েছে, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উঠেছে। শেখ হাসিনার হাত ধরেই আজ এগিয়ে যাওয়ার নাম হয়েছে বাংলাদেশ। আজকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে।’আওয়ামী লীগকে আরও এগিয়ে নিতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বক্তব্যে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভোলা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
সম্মেলনে ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের উপদেষ্টা, সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ, প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী, আনিসুর রহমান, ভোলা-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল।
এ ছাড়া দলের কেন্দ্রীয় ও জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।