নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার ভেতর নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।দুজনকে আসামি করে শনিবার বিকেলে মামলাটি করেন ওই নারী।
নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু।
তিনি জানান, রঘুনাথপুর এলাকার আলিফ গার্মেন্টসের ভেতর ২০ বছর বয়সী পোশাক কর্মীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এজাহারে বলা হয়েছে, ৪ জুন সকালে কাজে যান ওই নারী। কারখানায় বিদ্যুৎ না থাকায় তিনি তৃতীয় তলায় যান। সেখানে আরেক শ্রমিক মো. মোল্লার সঙ্গে তার দেখা হয়। মোল্লা তাকে বিদ্যুৎ আসার জন্য অপেক্ষা করতে বলেন। একপর্যায়ে তার মুখ চেপে ধরে মোল্লা আরেক সহকর্মীর সহায়তায় মেয়েটিকে একটি রুমে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন তারা। এরপর ঘটনা কাউকে না জানাতে হুমকি দেন। পরদিন ওই নারী কারখানায় গিয়ে এক সহকর্মীকে বিষয়টি জানান। তিনি জানান কারখানা কর্তৃপক্ষকে।
মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা থানার পরিদর্শক বিপ্লব কুমার দত্ত নিউজবাংলাকে জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই শ্রমিককে নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।