বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিটুনিতে পল্লী বিদ্যুতের অফিস সহকারী নিহত, কারাগারে ৫

  •    
  • ১১ জুন, ২০২২ ১৯:২৯

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নজরুল ইসলাম জানান, মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মুমিন হাসান শনিবার বিকেলে গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বগুড়ার শিবগঞ্জে পল্লী বিদ্যুতের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে গ্রামবাসীর পিটুনিতে অফিস সহকারী নিহতের ঘটনায় পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক মুমিন হাসান শনিবার বিকেলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নজরুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পাঁচজন হলেন আটমূল ইউনিয়নের বড় বেলঘড়িয়া গ্রামের ইমরান কাজী, চন্দপুর গ্রামের আতাউর রহমান ও বাবর আলী, পরনান্দপুর গ্রামের আবু সাইদ ও তার ছেলে সোহেল রানা।

বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক (জিএম) মনির উদ্দিন মজুমদার জানান, শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ভায়ের পুকুর বন্দর এলাকার আব্দুল হালিম ও আবু সাঈদের নামে নেয়া আবাসিক সংযোগ থেকে অবৈধভাবে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার করা হতো। সেই সংযোগ বিচ্ছিন্ন করতে শুক্রবার রাত ১১টার দিকে পীরব সাব-জোনাল অফিসের একটি টিম যায়।

মনির বলেন, ‘ওই সংযোগ কাটতে গেলে সাইদের স্ত্রী সফুরা বেগম ও পাশের বাড়ির রেজাউলের স্ত্রী চোর চোর বলে চিৎকার দিয়ে ওঠেন। এরপর রেজাউলসহ স্থানীয়রা বিদ্যুৎ অফিসের লোকজনের ওপর হামলা করেন। এ সময় অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারীরা আমাদের কর্মকর্তা-কর্মচারীকে আটকে রাখেন। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

‘তখন অফিস সহকারী আব্দুল হান্নানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের কাছে আটকের আগেই তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন। আসামিরা তার পিছু নেন। পরে পাশের একটি ধানক্ষেতে তার রক্তাক্ত দেহ পাওয়া যায়।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, আব্দুল হান্নানকে গুরুতর অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, ‘রাতেই অভিযান চালিয়ে অবৈধ সংযোগ ব্যবহারকারীসহ পাঁচজনকে আটক করা হয়। এ ঘটনায় পীরব সাব-জোনাল অফিসের এজিএম রকিবুজ্জামান গ্রেপ্তার পাঁচজনসহ ১৯ জনের নামে এবং অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনকে আসামি করে শনিবার মামলা করেন।’

এ বিভাগের আরো খবর